স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা পালনের আহ্বান সম্প্রীতি বাংলাদেশের
স্বাস্থ্যবিধি মেনে এবার শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা পালনের আহবান জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ। সংগঠনের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে। করোনার কারণে এবার পূজার অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে মন্দির বা মন্ডপ প্রাঙ্গণে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূজামন্ডপে যাওয়া সবার জন্য করোনা স্বাস্থ্যবিধি অনুসরণে একটি গাইডলাইন প্রণয়ন করেছে সরকার। নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। মন্ডপ ও ভক্ত পুজারিদের নিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করব স্বাস্থ্যবিধি মেনে সবাই পূজা-অর্চনা করবে। কভিড-১৯ সংক্রমণ থেকে সাবধান থাকার পাশাপাশি আমাদের সজাগ থাকতে হবে সম্প্রীতি রক্ষার দিকেও।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন সম্প্রীতি বাংলাদেশ-এর আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, যুগ্ম আহবায়ক আরমা দত্ত এমপি, মেজর জেনারেল জন গোমেজ (অব.) মেজর জেনারেল মোহাম্মদ আলী শিক্দার (অব.) সাবেক রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান, অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, সাবেক সচিব নাসিরউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ডা. নুজহাত চৌধুরী, জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, মো. হেলালউদ্দিন. সাইফ আহমেদ, বিপ্লব কুমার পাল, মিহির কান্তি ঘোষাল, তাপস হালদার, অনয় মুখার্জী, মো. সিদ্দিকুর রহমান, বরুণ ভৌমিক নয়ন, সলিমুল্লাহ সেলিম, আশরাফ আলী, কল্যাণ সাহা, কুদ্দুস আফ্রাদ, রেভারেন্ড মার্টিন অধিকারী, ড. বিমান চন্দ্র বড়ুয়া, ড, অসীম সরকার, ড. চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।