ইমরুল ও শামসুরের সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক : স্বপ্নের একটা দিন পার করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ইমরুল ও শামসুরের জোড়া সেঞ্চুরিতে ভালো জবাব দিচ্ছে বাংলাদেশের টাইগারেরা।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। ইমরুল ও শামসুরের কৌশলী ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২২৮ রান।
ইমরুল কায়েস ১০২ ও শামসুর রহমান ১০৬ রানে ব্যাট করছেন। একটি রেকর্ডও গড়েছেন ইমরুল ও শামসুর। দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের (২০১) জুটি গড়েছেন তারা।
এর আগে ২০১০ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ২০০ রান করেছিলেন তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী।
আগের চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৬ রান তুলে দিন শেষ করে ছিল বাংলাদেশ। কোনো রান না করেই আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল।
এর আগে প্রথম ইনিংসে ৫৮৭ রানে অলআউট হয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ট্রিপল সেঞ্চুরি (৩১৯) পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।