বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, November 1, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ঘুষ দিয়ে সুদান-ইসরায়েল সম্পর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র : ইরান

ঘুষ দিয়ে সুদান-ইসরায়েল সম্পর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র : ইরান 

184352_bangladesh_pratidin_US

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ঘুষ খেয়ে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছে। মার্কিন সন্ত্রাসী তালিকা থেকে সুদানকে মুক্ত করার জন্য মার্কিন সরকার ওই ঘুষ নিয়েছে। খবর পার্সটুডে।

আজ শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে দেয়া এক পোস্টে একথা বলেছে। পোস্টে বলা হয়, “যথেষ্ট পরিমাণে ঘুষ দিন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে সবরকমের অত্যাচার ও অন্যায়ের বিষয়ে চোখ বন্ধু করে রাখুন তাহলে আপনি কথিত সন্ত্রাসীরা তালিকা থেকে মুক্ত হয়ে যাবেন।”

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, সম্পর্ক স্বাভাবিক করার পথে ইসরাইল এবং সুদান অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদুক ও দেশটির সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টেলিকনফারেন্সের মাধ্যমে আলোচনা করার পর ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির কথা ঘোষণা করেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone