বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, November 1, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » লেবাননে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ দেশে ফিরেছে

লেবাননে ক্ষতিগ্রস্ত নৌবাহিনীর জাহাজ দেশে ফিরেছে 

151219_bangladesh_pratidin_bd-pratidin-12-2019-06-10-02

লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’ দেশে ফিরেছে।

রবিবার সকালে চট্টগ্রাম নেভাল জেটিতে এসে পৌঁছালে নাবিকদের স্বাগত জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

এ সময় তিনি বলেন, তার বাহিনীর সদস্যরা প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে দক্ষতা দেখিয়েছেন। একই সঙ্গে ভূ-মধ্যসাগরের লেবাননে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে দক্ষতা দেখানোই নৌ সদস্যদের প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ ডিসেম্বর লেবানন গিয়েছিল নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’। চলতি বছরের ৪ আগস্ট লেবাননের বৈরুত বন্দরে একটি ওয়্যারহাউজে ভয়াবহ বিস্ফোরণে সেটি ক্ষতিগ্রস্ত হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone