যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ, পাইলট অক্ষত
নিজস্ব প্রতিবেদক : যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এর দু’জন পাইলট অক্ষত রয়েছেন।
জানা গেছে, পিটি-৬ বিমানটি বৃহস্পতিবার সকাল ১০ টা ৩২ মিনিটে যশোর মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বেলা ১১টা ২২ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে এটি যশোরের মাহিদিয়া মাঠে জরুরি অবতরণ করে।
এতে থাকা স্কোয়াড্রন লিডার ফারুক ও পাইলট অফিসার জামি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। প্রশিক্ষণ বিমানটির ডানা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থল থেকে দুইজন পাইলটকে উদ্ধার করে নিয়ে যান।
Posted in: জাতীয়