রোহিঙ্গারা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবর্তন করতে পারবেন : বৃটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেছেন, সরকারের কূটনৈতিক তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা নিজ দেশে (মিয়ানমার) প্রত্যাবর্তন করতে পারবেন। বাংলাদেশ এবং আন্তর্জাতিক দেশগুলোর চাপের কারণে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার।
তিনি আজ টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা রায় বাহাদুরের নিজ গ্রাম মির্জাপুর সাহাপাড়া গ্রামে শারদীয়া পূজা মন্ডপ এবং কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত বৃটিশ ডেপুটি হাইকমিশনার জাবেদ পাটোয়ারী, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল (বিডি) লি. এর ব্যবস্থাপনা পরিচালক এমডি রাজিব প্রসাদ সাহা, পরিচালক শ্রী মতি সাহা ও সম্পা সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।