মগবাজারে রিকশা গ্যারেজে আগুন নিহত ৩
এইদেশ এইসময়, ঢাকা : রাজধানীর মগবাজারের মধুবাগ বস্তির রিকশা গ্যারেজে সংঘটিত আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় দুই শিশু ও এক মহিলা নিহত হয়েছে বলে জানা যায়।
শনিবার সকাল সোয়া ৮টা এ ঘটনা ঘটে।
গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মগবাজারের মধুবাগের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে দমকল বাহিনীর ১৩টি ইউনিট। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি বলে জানান তিনি।
Posted in: জাতীয়