যুক্তরাষ্ট্রে বৈষম্যের পরিবর্তন চায় কৃষ্ণাঙ্গরা
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে পরিবর্তনের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা। সম্প্রতি অল-ব্লাক গ্রুপ নামের একটি কৃষ্ণাঙ্গদের সংগঠন সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে। খবর সিএনএন।
অল-ব্লাক গ্রুপের প্রতিষ্ঠাতা জন ফিটজগেরাল্ড জনসন জানিয়েছেন, গ্রীষ্মকালজুড়ে প্রশ্নবোধক পুলিশিংয়ের বিরুদ্ধে আন্দোলনের সময় হতাশা এবং পুলিশের হাতে অসংখ্য কৃষ্ণাঙ্গ মানুষের মৃত্যুর প্রতিবাদে তারা সংগঠিত হয়েছেন। বিভিন্ন শহরে গ্রুপটির সদস্যরা জড়ো হয়ে তাদের উপস্থিতি জানান দিয়েছে।
গ্রুপটি জর্জিয়ার স্টোন মাউন্টেনে আহমাউদ আরবেরির নামে তৈরি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্মৃতিশোধ তুলে নেয়ার দাবি করে। এছাড়া আরও বিভিন্ন স্থানে কালোদের বিরুদ্ধে বৈষম্যের অবসানের দাবিতে তারা র্যালি-সমাবেশ করেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন গ্রুপ মিছিল-সমাবেশ করছে। এর মধ্যে বিভিন্ন সাদা গ্রুপও মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে দেয়া অস্ত্র বহনের অধিকার দাবি করছে। অল-ব্লাক গ্রুপের জনসন অবশ্য বলছেন, অন্য গ্রুপগুলোর মতো তাদের দল।
তারা মূলত সংগঠিত হয়েছে যুগ যুগ ধরে চলা পুলিশি বর্বরতা ও বর্ণবৈষম্যের অবসানের লক্ষ্যে। এনএফএসির সদস্যরা মূলত তাদের নারী-পুরুষ ও শিশুদের বিরুদ্ধে প্রতিনিয়ত হওয়া অশ্রদ্ধা ও দুর্ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
নির্দিষ্ট কারও বিরুদ্ধে তাদের অভিযোগ নেই। তাদের উদ্দেশ্য হচ্ছে নিজেদের সুরক্ষা ও আত্মরক্ষার অংশ হিসেবে কালোদের অস্ত্র চালানো শেখানো। এটি সংবিধানে তাদের দেয়া অধিকারই। যুক্তরাষ্ট্রে সাধারণত কালোদের সংঘবদ্ধ বড় গ্রুপ চোখে পড়ে না।
এ বিষয়ে আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর ক্যারোলিন গালাহার বলেন, সশস্ত্র গ্রুপগুলো একভাবে পুলিশি পর্যবেক্ষণের আওতায় আনার সুযোগ নেই। কারণ প্রতিটি রাজ্যের নিজস্ব নিয়ম-কানুন রয়েছে। তবে কর্তৃপক্ষকে খুবই সতর্ক অবস্থান নিতে হবে।
এর আগে আর্মি ফর ট্রাম্পসহ বিভিন্ন সাদা গ্রুপেরও নির্বাচনকে সামনে রেখে সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। নির্বাচনের ফল নিয়ে সংশয় এবং ডাকযোগে দেয়া ভোটের ফল নির্ধারণের কারণে বিজয়ী প্রার্থী নির্ধারণে অনেক সময় লেগে যেতে পারে- এ কারণে উভয় প্রার্থীর সমর্থকরা পূর্বপ্রস্তুতি নিচ্ছেন।
প্রাউড বয়েজসহ বিভিন্ন শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের প্রস্তুতির খবরের পর এবার কৃষ্ণাঙ্গদের পরিবর্তনের দাবি নিয়ে সশস্ত্র প্রস্তুতির খবর এলো। এবারের মার্কিন নির্বাচনে বিরল এক পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সবাই।