ঢাকা বিভাগে ডেঙ্গু আক্রান্ত ২৫ রোগী হাসপাতালে ভর্তি
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয় জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ঢাকা বিভাগে মোট ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে দেশের অন্য বিভাগে আর কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘ্ণ্টায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে চারজনের তথ্য পাঠানো হয়। তাদের মধ্যে দুই জনের তথ্য বিশ্লেষণ করে একজনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।
চলতি বছরের জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৩ জন। তাদের মধ্যে ছাড়পত্র নিয়েছেন ৫৩৯ জন।