বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ঢাবি উপাচার্যের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাবি উপাচার্যের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ 

174826_bangladesh_pratidin_ind-du

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার তার কার্যালয়ে সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সমঝোতা চুক্তি সাক্ষরের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন তারা।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে সহযোগিতা দিতে বিশ্ববিদ্যালয়ে জাদুঘর স্থাপন, পুরাতন ভবনসমূহের সংস্কার ও সৌন্দর্য বর্ধন, ‘চেয়ার’ পদ সৃষ্টি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক এই সুসম্পর্ক আরো জোরদার হবে। সাক্ষাৎকালে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone