ভারতে বায়ু দূষণকারীর ৫ বছরের দণ্ড ও কোটি রুপি জরিমানার বিধান
ভারতের রাজধানী দিল্লি ও এর আশেপাশের এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন করা হয়েছে। বায়ু দূষণ নিয়ন্ত্রণে গঠিত কমিশনের সঙ্গে সহযোগিতা না করলে ৫ বছর জেল, ১ কোটি রুপি জরিমানা কিংবা উভয় দণ্ড দেয়ার বিধান রেখে অধ্যাদেশ জারি করা হয়েছে। এরই মধ্যে নতুন আইনটি কার্যকর করা হয়েছে।
এ আইনের ফলে ২০ সদস্য বিশিষ্ট শক্তিশালী একটি স্থায়ী কমিশনের কথা বলা হয়েছে। এ কমিশনের দায়িত্ব হল কঠোর পদক্ষেপের মাধ্যমে বাতাসের মান নিয়ন্ত্রণ, এর উন্নতি, গবেষণা এবং বায়ুর মানের সূচক সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান।
কমিশনের সঙ্গে অসহযোগিতা, বাধা, আইন ভঙ্গ কিংবা নির্দেশ অমান্য করলে শাস্তির বিধান রাখা হয়েছে।
দিল্লি ও আশেপাশের এলাকা বায়ু দূষণ বাড়াতে পারে এমন কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছে।