আরও ৭ হাজার কর্মী ছাঁটাই করছে বোয়িং!
ব্যয় কমাতে আরও ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে মার্কিন মাল্টিন্যাশনাল কর্পোরেশন বোয়িং। বছরের শেষ অংশেও বড় ধরণের ক্ষতির স্বীকার হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
করোনা ভাইরাস মহামারীর কারণে বিমান চলাচল কমে যাওয়ায় কোম্পানির সব থেকে বড় আয়ের মাধ্যম কমে এসেছে। বর্তমানে কোম্পানিটির অধীনে কাজ করেন ১ লাখ ৬০ হাজার কর্মী। এটিকে ২০২১ সালের শেষ নাগাদ কমিয়ে ১ লাখ ৩০ হাজারে নামিয়ে আনা হবে।
এর আগে গত এপ্রিল মাসে ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করে বোয়িং। সেসময় করোনা ভাইরাসের প্রথম ঢেউ আঘাত হানে পশ্চিমা দেশগুলোতে। এর ধাক্কায় লকডাউন ঘোষণা করতে বাধ্য হয় দেশগুলো।
এর প্রভাব পরে বড় বড় কোম্পানিগুলোতেও। জুলাই মাস নাগাদ বোয়িং ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরো ৭ হাজার।