বাক-স্বাধীনতা আর অবমাননা কি সমান?, ম্যাক্রোঁকে খামেনি
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি মহানবী হযরত মুহাম্মদ (স)-কে অবমাননা করার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যে অবস্থান নিয়েছেন তার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেশটির তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
সর্বোচ্চ নেতা ফরাসি তরুণদের উদ্দেশ্যে বলেছেন, “আপনারা আপনাদের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন কেন তিনি একজন আল্লাহর রাসূলকে অবমাননা করার পক্ষে অবস্থান নিলেন?” সর্বোচ্চ নেতা বলেন ফ্রান্সের তরুণদের উচিত তাদের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা যে বাক-স্বাধীনতা আর আল্লাহর রাসূল এবং একজন পবিত্র মানুষকে অবমাননা করা কি সমান বিষয়?
গতকাল বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।
তিনি আরও বলে, ফ্রান্সের যেসব মানুষ ম্যাক্রোঁকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন ম্যাক্রোঁ সেই সব মানুষকে তার এই বোকামিপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে মূলত অপমান করেছেন।