বিশেষ অধিবেশনের জন্য সাংবাদিকদের করোনা টেস্ট করবে সংসদ সচিবালয়
মুজিববর্ষের বিশেষ অধিবেশন কভার করতে পারবেন সংসদ বিটের সাংবাদিকরা। তবে এজন্য সংসদ পাস সংগ্রহ করতে হলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, আগামী ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় স্বাস্থ্যবিধি মেনে সংসদের অধিবেশন শুরু হবে। এদিন সভাপতিমণ্ডলী নির্বাচন ও শোক প্রস্তাব গ্রহণের মাধমে অধিবেশন মূলতবি হবে।
মুজিববর্ষ উপলক্ষে ৯ নভেম্বর সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তবে সব এমপি এদিন অধিবেশনে যোগ দিতে পারবেন না। শুধু কোভিড-১৯ নেগেটিভ এমপিরা এদিন অধিবেশনে যোগ দেবেন। কোভিড-১৯ নেগেটিভ সাংবাদিকদরাও সরাসরি সংসদে হাজির হয়ে এই অধিবেশন কভার করার সুযোগ পাবেন।
এ বিষয়ে সংসদের গণসংযোগ বিভাগের পরিচালক তারিক মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন ৯ নভেম্বর। এদিনের অধিবেশন কভার করার জন্য সাংবাদিকদের সংসদ পাস দেওয়া হবে। তবে এজন্য সবার মতো সাংবাদিকদেরও কোভিড-১৯ নেগেটিভ সনদ লাগবে। তাই সংসদ সচিবালয় থেকে সাংবাদিকদের কোভিড-১৯ পরীক্ষার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আগামী ৬ নভেম্বর জাতীয় সংসদের উদ্যোগে সংসদ বিটের সাংবাদিকদের করোনা টেস্ট করা হবে। প্রতি গণমাধ্যম থেকে একজন করে সাংবাদিককে কোভিড-১৯ টেস্ট করার জন্য সকাল ১০টায় সংসদের মিডিয়া সেন্টারে উপস্থিত থাকতে হবে।
তিনি আরও বলেন, ৮ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। একইদিনে নেগেটিভ রিপোর্ট পাওয়া সাংবাদিকদের ৯ নভেম্বরের অধিবেশন কভার করার সংসদ পাস দেওয়া হবে।