আফগানিস্তানে কারাগারে দাঙ্গায় ৮ বন্দী নিহত
আফগানিস্তানের পশ্চিম হেরাতে একটি কারাগারে দাঙ্গায় আট বন্দী নিহত হয়েছেন। এ ঘটনায় ৮ জন বন্দী ও চারজন কারারক্ষী আহত হয়েছেন।
বুধবার পশ্চিম হেরাতের রাজধানী হেরাত শহরের একটি কারাগারে এ ঘটনা ঘটে।
হেরাতের স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র মোহাম্মদ রফিক সিরাজী বলেন, নিহত আটজনের মধ্যে একজনের শরীরে গুলির ক্ষত রয়েছে। ওই কারাগারে ২ হাজার বন্দী রয়েছে। সেখানে কোনো তালেবান যোদ্ধা বন্দী আছে কিনা তা জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ বলেন, কারাগারের ৫ নম্বর ব্লকে কয়েকটি পার্টিশন তৈরি করেছে বন্দিরা। এদিন কারারক্ষীরা সেই পার্টিশন সরিয়ে দিতে গেলে দাঙ্গা শুরু হয়। এ সময় বন্দিদের দখলে থাকা কিছু জিনিস তাদের কাছ থেকে নেয়ার চেষ্টা করে পুলিশ।
আফগানিস্তানের কারাগারগুলোতে মাঝে মাঝে দাঙ্গার ঘটনা ঘটে। এসব কারাগারে পর্যাপ্ত জায়গা না থাকা, ভবনগুলোর দুর্বল নির্মাণের কারণে বন্দীরা বিভিন্ন সময়ে হট্টগোল সৃষ্টি করে।