জন্মস্থান জেরুজালেমের পরিবর্তে ইসরায়েল লেখার অনুমতি যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক জেরুজালেমের জন্মগ্রহণ করেছিলেন, তারা এখন থেকে পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথিপত্রে নিজেদের জন্মস্থান হিসেবে ইসরায়েল লিখতে পারবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তিনি এক বিবৃতিতে বলেন, জেরুজালেমে জন্মগ্রহণ করা যুক্তরাষ্ট্রের নাগরিকরা জন্মস্থান হিসেবে ইসরায়েল উল্লেখ করতে পারবে। তাছাড়া আবেদনকারীরা কনস্যুলা সংশ্লিষ্ট যেকোনো ডকুমেন্টে জন্মস্থান হিসেবে জেরুজালেম বা ইসরায়েল উল্লেখ করার অনুরোধ করতে পারবে।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জন্মস্থানের তালিকায় ইসরায়েল, গাজা উপত্যকা, গোলান ভূমি, জেরুজালেম ও পশ্চিম তীর বিষয়ক নির্দেশনা অপরিবর্তিত থাকবে।’
জেরুজালেমে জন্মগ্রহণ করা আমেরিকার নাগরিকরা কনস্যূলার সেবা পেতে নিজেদের জন্মস্থান নির্ধারণ করতে পারে না তাদের জন্মস্থান হিসেবে ইসরায়েল উল্লেখ করা যাবে।
পম্পেও ঘোষিত পাসপোর্ট সংক্রান্ত নতুন নির্দেশনা মতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত মধ্যপ্রাচ্য সংঘাত সমাধানকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।