হংকংয়ে গণতন্ত্রপন্থী ৭ বিরোধীনেতাকে গ্রেফতার
চলতি বছরের শুরুর দিকে হংকংয়ে বিক্ষোভ ও সংঘাতের কারণে নগরীর আইনসভা ভেঙ্গে যাওয়ার ঘটনায় রবিবার এখানে গণতন্ত্রপন্থী ৭ জন রাজনীতিবিদকে গ্রেফতার করা হয়েছে। হংকংয়ে বিরোধী গণতন্ত্রীদের গ্রেফতারে বেইজিংয়ের এটি সর্বশেষ পদক্ষেপ।
পুলিশ জানায়, আটক ৭ জনের মধ্যে ৪ জন চলতি আইনসভার সদস্য, গত মে মাসের গোড়ার দিকে আইনসভায় “হস্তক্ষেপ” এবং সদস্যদের “অবজ্ঞা” করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
আধা স্বায়ত্তশাসিত হংকংয়ের আইনসভা আইন পাস করে,তবে এর অর্ধেক আসনে সদস্যদের সরাসরি নির্বাচিত করা হয় এবং এতে তাদের এমন ব্যবস্থায় মনোনীত করা হয় যাতে আইন সভায় বেইজিংপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকে।
আইনসভার গণতন্ত্রপন্থী সংখ্যালঘু সদস্যরা বিলের বিরোধিতা এবং বিলটি আটকানোর জন্য নিয়মিত প্রতিবাদ জানিয়ে হইচই করতে থাকে।
রবিবার পুলিশের এই গ্রেফতার অভিযান গণতন্ত্রপন্থীদের জন্য একটি সতর্কতা এবং বেইজিংয়ের সমালোচকদের বিরুদ্ধে এটি সর্বশেষ আইনী পদক্ষেপ।
বেইজিং বিরোধী গ্রেফতারকৃত ১০ হাজারেরও বেশী লোক এখন বিচারের মুখোমুখি, এদের অনেকেই বিরোধী আইনপ্রণেতা এবং বিশিষ্ট রাজনৈতিক নেতাদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।