পাকিস্তানে এমপির বাড়িতে পুলিশি অভিযান, পিপিপি’র নিন্দা
পাকিস্তানে দলীয় সংসদ সদস্যের (এমপি) বাড়িতে পুলিশের অভিযানের নিন্দা জানিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
দলের নেতা নিসার খুহরো শুক্রবার ওই এমপির বাড়িতে গিয়ে এই নিন্দা জানান।
উল্লেখ্য, মেহের তিন-হত্যাকাণ্ডে সংশ্লিষ্ঠতার অভিযোগে এমপি নওয়াব সরদার চান্দিও’র বাড়িতে অভিযান চালায় পুলিশ।
দুবাই-ভিত্তিক পাকিস্তানি টিভি চ্যানে এআরওয়াই নিউজ জানায়, পিপিপির অন্যান্য নেতাদের সঙ্গে খুহরো শুক্রবার কাম্বারে নওয়াব সরদার চান্দিও ও নওয়াবজাদা বুহরান চান্দিওর বাড়িতে যান।
এ সময় খুহরো বলেন, “তিনি ও তার দল যেকোনও সহিংসতার বিরুদ্ধে। কিন্তু মেহের তিন-হত্যাকাণ্ডে যাদের কোনও ভূমিকা নেই, তাদের বিরুদ্ধেও মামলায় চার্জ গঠন করা হয়েছে।”
“আমরা সব সময় আদালতের প্রতি শ্রদ্ধাশীল। এভাবে একজন প্রাদেশিক আইনপ্রণেতার বাড়িতে পুলিশ অভিযান অগ্রহণযোগ্য,” যোগ করেন তিনি