পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মালয়েশিয়া প্রবাসীদের অবস্থান
ছয় দফা দাবিতে মালয়েশিয়ার প্রবাসীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন। জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল নিয়ে সোমবার সকাল ১০টার দিকে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যান। প্রবাসীদের অবস্থানের কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।
প্রবাসীরা জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে তারা মালয়েশিয়া থেকে দেশে এসেছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। হাতে টাকাপয়সাও নেই। তারা এখনও কর্মস্থলে ফিরতে চান।
প্রবাসীদের দাবির মধ্যে রয়েছে- ১. মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে তাদের ভিসার মেয়াদ বাড়ানো এবং সহজ স্বাভাবিক নিয়মে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দেওয়া; ২. চার্টার্ড ফ্লাইটে স্বাস্থ্যবিধি মেনে মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা; ৩. কোনো প্রবাসী ছুটিতে এসে মারা গেলে তার পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান; ৪. প্রবাসীদের মরদেহ দেশে আনতে বিমান টিকিটসহ সব খরচ সরকারকে বহন করতে হবে; ৫. ছুটিতে আটকেপড়া সব প্রবাসীকে নগদ অর্থ সহায়তা ও প্রণোদনা দেয়া; ৬. বিদেশে কারাগারে থাকা প্রবাসীদের বাংলাদেশ হাইকমিশনকে আইনি সহায়তা দিতে হবে।