বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » যে সাক্ষাৎকার দিয়ে ট্রাম্পের তোপের মুখে ফাউচি

যে সাক্ষাৎকার দিয়ে ট্রাম্পের তোপের মুখে ফাউচি 

154332_bangladesh_pratidin_fauci

মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। আসছে শীতেও যুক্তরাষ্ট্রকে করোনার আরও বড় আঘাত সামলাতে হবে। যুক্তরাষ্ট্রের প্রধানসারির সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি শনিবার রাতে ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, দিনে যুক্তরাষ্ট্রে ১ লাখ কিংবা তারও বেশি করোনা রোগী শনাক্ত হতে পারে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারেও বলেও তিনি শঙ্কা প্রকাশ করেন।

ফাউচি আরও বলেন, আমাদের ওপর আরও বড় বড় আঘাত আসতে পারে। পরিস্থিতি ভালো নয়। সব তারকারা ভুল অবস্থানে আছে।

অ্যান্থনি ফাউচির সেই সাক্ষাৎকার নিয়ে ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফ্লোরিডায় জনসমাবেশে ট্রাম্প ইঙ্গিত দিয়ে রেখেছেন, ‘তিনি ফাউচি বহিষ্কার করতে পারেন।’ হোয়াইট হাউজ থেকেও ফাউচিকে তিরস্কার করা হয়েছে। এর আগেও ট্রাম্প-ফাউচির মতবিরোধ প্রকাশ্যে এসেছে। করোনা নিয়ে ট্রাম্প কোনো ভুলবার্তা দিলে প্রকাশ্যেই তার সমালোচনা করেছেন ফাউচি।

যুক্তরাষ্ট্রে আজ সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯৪ লাখ ৭৫ হাজার ৭৮৮ জন। এর মধ্যে মারা গেছে ২ লাখ ৩৬ হাজার ৫০১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬১ লাখ ৪ হাজার ৪১৭ জন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone