গিলগিত-বালতিস্তানকে পাকিস্তানের ‘প্রদেশ’ হিসেবে ঘোষণা
ভারতের সঙ্গে বিরোধিতা, ঘরে বাইরে প্রতিবাদ সত্ত্বেও পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিত-বালতিস্তানকে পাকিস্তানের বিশেষ প্রদেশের মর্যাদা দিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।
রবিবার পাক অধিকৃত ভারতীয় ভূখন্ড গিলগিত-বালতিস্তানকে নতুন প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়।
আগে থেকেই জানা গিয়েছিল নিজেদের দখলে রাখা গিলগিত-বালতিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দিতে যাচ্ছে পাকিস্তান। এরই ধারাবাহিকতায় গিলগিত-বালতিস্তানকে নিজেদের প্রদেশ হিসেবে ঘোষণা দেয় দেশটি।
রবিবার গিলগিত-বালতিস্তানে গিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নদী বাঁধের মতো একাধিক প্রকল্পের শিলান্যাস করেন ইমরান খান।
এদিকে, পাকিস্তানের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এ প্রসঙ্গে জানান, চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান। ১৯৪৭ সালে হওয়া চুক্তি অনুযায়ী গিলগিত-বালতিস্তান ভারতের জন্মু ও কাশ্মীরের অংশ। এই চুক্তিতে এও স্পষ্ট করা হয়েছে জোর করে দখল করা এই এলাকার কোনো পরিবর্তনই করার কোনো অধিকার নেই।
তার মতে, ‘কীভাবে ৭০ বছর ধরে মানবাধিকার লঙ্ঘন করে আসছে পাকিস্তান, এবার দেখুক পুরো বিশ্ব ৷’