তুরস্কের ভূমিকম্প: ৩৩ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭০ বছর বয়সী বৃদ্ধ উদ্ধার
তুরস্কের এজিয়ান অঞ্চলের ইজমির শহরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৯৬২ জন। ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৩৩ ঘণ্টা পর ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির এজিয়ান উপকূল এবং গ্রিক উপকূলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পে ইজমির প্রদেশের অন্তত ২০টি ভবন ধ্বংস হয়ে যায়। উদ্ধার হওয়া ৭০ বছর বয়সী বৃদ্ধের নাম আহমেদ চিতিম। স্থানীয় রিজা বে আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করা হয়।
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ভূমিকম্পে যাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে তাদের জন্য অতিদ্রুত নতুন বাড়ি নির্মাণ করা হবে।
ঘরবাড়ি হারানো মানুষদের জন্য অস্থায়ী বসতি এবং খাবার রান্নার ব্যবস্থা করা হয়েছে।