ফ্রান্স ইস্যুতে দেশের সব পক্ষকে সংযত থাকার অনুরোধ পররাষ্ট্র সচিবের
ফ্রান্সে মহানবী (স.)-এর কার্টুন প্রকাশ ঘিরে সারাবিশ্বে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশের সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ অনুরোধ জানান তিনি।
মাসুদ বিন মোমেন বলেন, ‘বাক-স্বাধীনতার নামে আমরা যেমন ধর্মীয় অবমাননা সমর্থন করি না। আবার একইসঙ্গে এ ইস্যুতে কোনো ধরনের সংঘাতও সমর্থনযোগ্য নয়। তাই ফ্রান্স ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ করছি।’
সৌদি আরবে নারী কর্মীদের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের মৃত্যু নিন্দনীয়। এটা আমরা কামনা করি না। তবে সৌদি আরবে অনেক সময় নারীদের বয়স কম-বেশি দেখিয়ে নিয়ে যাওয়া হয়। আমাদের এ নিয়ে সচেতন থাকা প্রয়োজন।