বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় সমবেদনা জানালেন বাইডেন

অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় সমবেদনা জানালেন বাইডেন 

164412_bangladesh_pratidin_Biden2

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত এক হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় সমবেদনা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।

এক টুইট বার্তায় তিনি বলেন, ভিয়েনার সন্ত্রাসী হামলার ঘটনা শুনার পর থেকে আক্রান্তদের জন্য দোয়া করছি আমি এবং আমার স্ত্রী। অবশ্যই আমরা সবাই ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ থাকবো।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন অভিযুক্ত হামলাকারীকে খুঁজছে পুলিশ। ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছেও ওই হামলার ঘটনা ঘটেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone