বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » চীন ও আল-কায়েদার মধ্যে আচরণগত পার্থক্য নেই

চীন ও আল-কায়েদার মধ্যে আচরণগত পার্থক্য নেই 

135917_bangladesh_pratidin_14

অমুসলিমদের সঙ্গে আল-কায়েদা যেভাবে রূঢ়-নিষ্ঠুর আচরণ করে, জিনজিয়াং প্রদেশের উইঘুরদের সঙ্গে চীন সরকারও সেই রকমই আচরণ করে।’ এই মন্তব্য করেন আলবেনীয় ইতিহাসবিদ অলসি জাজেজ্জি।

ইতিহাসবিদ অলসি ২০১৯ সালে জিনজিয়াং সফর করেছিলেন। সেই সফরের অভিজ্ঞতা বর্ণনাকালে তিনি বলেন, চীনারা মুসলিমদের ওপর যে নিপীড়ন করছিল তা দেখে ওদের আমি বলেছি, উইঘুরদের চীনের কনফুসিয়ানবাদ ও বৌদ্ধ সংস্কৃতিভুক্ত করতে তোমরা যে জুলুম কর, তালেবান ও আল-কায়েদাও অমুসলিমদের সঙ্গে সে রকমই করে। তোমাদের ও এদের মধ্যে আচরণগত পার্থক্য তো দেখি না। অলসি জাজেজ্জি বলেন, চীন সরকার তাদের শ্বেতপত্রে খোলাখুলি বলেছে ইসলাম হলো বিদেশি ধর্ম আর উইঘুরদের মূল ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। তাই স্কুলে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ও মিউজিয়ামে উইঘুরদের মগজধোলাই করা হচ্ছে যাতে তারা ধর্ম ত্যাগ করে হান চীনাদের কৃষ্টি বরণ করে। তিনি জানান, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র নামে যা দেখানো হয় তা আসলে বন্দীশিবির। বাইরে থেকে বেশ ভালোই দেখায়। কিন্তু ‘কেন্দ্র’ কথাটাই ধাপ্পা। এখানে উইঘুরদের জোর করে শূকরের মাংস খাওয়ানো হয়। নামাজ পড়তে দেয় না। ‘শি জিন পিং জিন্দাবাদ’ এবং ‘কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ’ স্লোগান দিতে বাধ্য করা হয়। ‘শুধু উইঘুরদের সঙ্গেই নয়’ বলেন অলসি, ‘কাজাখ, কিরগিজ ও তুর্কি বংশোভূত অন্যদের সঙ্গেও এরকম জুলুম জবরদস্তি করছে চীন।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone