বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, September 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » উত্তর কোরিয়ায় জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ

উত্তর কোরিয়ায় জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ 

150219_bangladesh_pratidin_kim

উত্তর কোরিয়ায় বুধবার কিছু জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ বলেছে, তামাক নিষিদ্ধ আইনের লক্ষ্য সিগারেটের উৎপাদন ও বিক্রির ওপর আইনি ও সামাজিক নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে উত্তর কোরিয়ার মানুষের জীবন ও স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

এ আইনে উত্তর কোরিয়ার নির্দিষ্ট কিছু স্থানে বিশেষ করে রাজনৈতিক প্রতিষ্ঠান, আদর্শ চর্চা ও শিক্ষা কেন্দ্র, থিয়েটার, প্রেক্ষাগৃহ, মেডিকেল ও জনস্বাস্থ্য সম্পর্কিত স্থানে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone