বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ ম্যাকরনের

ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ ম্যাকরনের 

140333_bangladesh_pratidin_macron

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইসলাম ও ইসলামিক বিশ্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন।’ ২ অক্টোবর ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা এ খবর প্রকাশ করেছে।

আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনে প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে কথোপকথনের সময় তিনি তার শ্রদ্ধার বিষয়টি প্রকাশ করেন। এসময় আব্বাস বলেন, সবার উচিত ধর্ম ও ধর্মীয় প্রতীকের বিষয়ে সম্মান প্রদর্শন করা। মহানবী হযরত মোহাম্মাদ (স.) এবং সব নবী, ধর্মের বিষয়ে আক্রমণের বৈধতা না দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও গুরত্ব দেন তিনি।

ম্যাকরন বলেন, তিনি ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে কিছু বলতে চাননি। তিনি সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং ইসলাম ও ইসলাম বিশ্বকে আলাদা চোখে দেখেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone