বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আজারবাইজানের ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি আর্মেনিয়ার

আজারবাইজানের ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি আর্মেনিয়ার 

140328_bangladesh_pratidin_55127840_303

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘাতের মধ্যে এবার আজারবাইজানের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আর্মেনিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুশান এস্তাপানিয়ান এক ফেসবুক পোস্টে এ দাবি করেন।

তিনি আজ বৃহস্পতিবার বলেছেন, গত ২৪ ঘণ্টায় আজারবাইজানের সেনাবাহিনী ভারী অস্ত্রসস্ত্র নিয়ে কয়েক দফা নাগরনো-কারাবাখ অঞ্চলের ‘লাচিন’ কাউন্টির ‘বারদাজুর’ শহরে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু আর্মেনীয় সেনাদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে।

এই সংঘর্ষে চারটি ড্রোন ভূপাতিত হওয়া ছাড়াও আজারবাইজানের পাঁচটি ট্যাংক ও দু’টি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে বলে তিনি দাবি করেন।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লাচিন কাউন্টিতে এখনো সংঘর্ষ চলছে; তবে সেখানকার পরিস্থিতি আর্মেনীয় সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।

শুশান এস্তাপানিয়ান এমন সময় এ দাবি করলেন যখন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নাগরনো-কারাবাখের আরও সাত গ্রাম আর্মেনিয় সেনাদের কাছ থেকে পুনরুদ্ধারের কথা ঘোষণা করেছেন।

গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগার্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলে আসছে। নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়া সমর্থিত সন্ত্রাসীরা কয়েক দশক ধরে অঞ্চলটি দখল করে রেখেছে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone