বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, January 11, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত 

180709_bangladesh_pratidin_acc

মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এক সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েক ডজন লোক। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানী পোর্ট লুইসের পাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রবাসী বাংলাদেশিরা জানান, শ্রমিকরা বাসযোগে কাজে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইল নামক স্থানে একটি বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ জানান, তারা নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone