‘ট্রাম্প হারলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে’
মার্কিন প্রেসিডেন্ট নিবার্চনে ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো।
সর্বশেষ গুরুত্বপূর্ণ দুই রাজ্য পেনসিলভানিয়া ও জার্জিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে যাওয়ার পর কাডলোর পক্ষ থেকে এমন বক্তব্য এল।
শুক্রবার সিএনবিসি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই উপদেষ্টা জোর দিয়েই বলেন, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী জো বাইডেনকে হোয়াইট হাউস দৌড়ে বিজয়ী ঘোষণা করা হলে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে’।
‘এটি (যুক্তরাষ্ট্র) একটি দুর্দান্ত দেশ। এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ। আমরা আইনের শাসন মেনে চলি এবং প্রেসিডেন্টও তাই করবেন।’
তবে এখনও কিছু বিষয় ‘স্পষ্ট হওয়া বাকি’ আছে মন্তব্য করে কাডলো বলেন, এ ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই। আমি এটা প্রচারশিবিরের ওপরই ছেড়ে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, আমরা শান্তিপূর্ণভাবেই চলব, যেরকম আমরা সবসময়ই করি।
সর্বশেষ তথ্য অনুসারে, এখনও পাঁচ রাজ্যে ঝুলছে ট্রাম্প ও বাইডেনের ভাগ্য। সার্বিক ফলাফলে বাইডেনের পালেই জয়ের মৃদু হাওয়া। পেনসিলভানিয়াতে ট্রাম্প জয়ের পথে এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে কমছে ব্যবধান।
অবশ্য নর্থ ক্যারোলিনায় শক্ত অবস্থান ধরে রেখেছেন তিনি। ২০১৬ সালের নির্বাচনে এ রাজ্যে পাঁচ শতাংশ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিলেন ট্রাম্প। ভোটের পর থেকেই ট্রাম্প দাবি করছেন, নির্বাচনের ফল তার কাছ থেকে চুরি করে নেয়া হচ্ছে।
যে পাঁচটি রাজ্যের ভোটের ফল এখনও আসার অপেক্ষায় রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে পেনসিলভানিয়ায়, ২০টি। এছাড়া জর্জিয়ায় ১৬, নর্থ ক্যারোলাইনায় ১৫, অ্যারিজোনায় ১১ ও নেভাডায় ৬টি ইলেকটোরাল ভোট রয়েছে।
এর মধ্যে পেনসিলভানিয়া, জর্জিয়া ও নর্থ ক্যারোলাইনায় বৃহস্পতিবার নাগাদ ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প। তবে পোস্টাল ব্যালটের ওপর ভর করে শুক্রবার পাল্টে গেছে চিত্র, এখন শুধু নর্থ ক্যারোলাইনা ছাড়া সবগুলোতে এগিয়ে আছেন বাইডেন।
এখনও জয়-পরাজয়ের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা না গেলেও এরইমধ্যে ২৫৩টি ইলেকটোরাল ভোট পক্ষে আসা বাইডেনেরই জয়ের আভাস মিলছে।
শুধু পেনসিলভানিয়ায় জয় এলেও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৭০টির বেশি ইলেকটোরাল ভোট চলে আসবে তার পক্ষে। সেখানে জর্জিয়া, অ্যারিজোনা ও নেভাডায়ও ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি। সূত্র: পলিটিকো, দ্য হিল