ছুটির দিনে লোকারণ্য বাণিজ্য মেলা
এইদেশ এইসময়, ঢাকা : শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ক্রেতা আর দর্শানার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত ছিল ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। বেচাবিক্রির অবস্থাও ছিল বেশ ভাল। তাই ব্যস্ততার মাঝেও বিক্রেতাদের ছিল বেশ ফুরফুরে মেজাজ।
শুক্রবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। মেলার প্রবেশপথেও ছিল দীর্ঘ লাইন। বিকেলে প্রবেশগেট থেকে দর্শনার্থীদের লাইন মূল ফটক পর্যন্ত পৌাঁছায়। গোটা মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য ছিল।
স্টল ও প্যাভেলিয়নগুলোতে বেচাবিক্রি ভাল ছিল। তাই মালিকরা কাটিয়েছেন ব্যস্ত সময়। তাদের যেন নিঃশ্বাস ফেলার সময় ছিল না।
রানা টেক্সটাইলের মালিক মোহাম্মদ মিলন বলেন, একদিকে শুক্রবার ছুটির দিন তাছাড়া সামনে মেলা আছে আর মাত্র তিনদিন তাই শেষ সময়ে বিক্রি খুব ভাল।
তিনি বলেন, শুক্রবার সকাল থেকে বেচাবিক্রি হয়েছে অন্যদিনের চেয়ে বেশি। মেলা শুরুর দিকে রাজনৈতিক সংকট থাকায় আমরা লোকসানের আশঙ্কায় ছিলাম। কিন্তু এখন বিক্রি ভাল হওয়ায় লাভ বেশি না হলেও লোকসান আর হবে না।
মেঘলা ফ্রেবিক্সের স্বত্তাধিকারী নাজমুল হক সবুজ বলেন, সকাল থেকে ভাল বিক্রি হচ্ছে। এখনকার বিক্রিতে আমরা সন্তুষ্ট। তবে প্রথমদিকে বিক্রি ছিল না বললেই চলে। তাই প্রথমদিকের লোকসান পুষিয়ে নেওয়া কঠিন।
লাভ বেশি না হলেও লোকসানের চিন্তা মাথা থেকে চলে গেছে বলে জানালেন পারটেক্স ফার্নিচারের ম্যানেজার অশোক কুমার। তিনি বলেন, এখনকার বিক্রিতে আমরা সন্তুষ্ট।
গত ১১ জানুয়ারি থেকে রাজধানীর শেরে বাংলানগরে শুরু হয়েছে আর্ন্তজাতিক বাণিজ্য মেলা। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের মেলা ১০ দিন পর শুরু হয়েছে।