বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Saturday, September 21, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » সীমান্তে স্থিতাবস্থার পক্ষে সম্মতি, আর সংঘর্ষ চায় না ভারত ও চীন

সীমান্তে স্থিতাবস্থার পক্ষে সম্মতি, আর সংঘর্ষ চায় না ভারত ও চীন 

145937_bangladesh_pratidin_india-china

অবশেষে ঐক্যমত্য। অষ্টম দফার সামরিক বৈঠক শেষে লাদাখ সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হল ভারত ও চীন। দুই দেশই জানিয়েছে সীমান্তে আর কোনও রকম সংঘর্ষে জড়াবে না দুই দেশের সেনা।

এই বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে ভারত ও চীনের সেনা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব মেটানো হবে। সীমান্তের অচলাবস্থা কাটাতে সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সম্মত হয়েছে নয়াদিল্লি ও বেইজিং।

অষ্টম দফার বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করে দুই দেশের সেনা জানিয়েছে বৈঠক ফলপ্রসূ। সীমান্তে যাতে আর কোনও রকম অশান্তি বা সংঘর্ষ না ছড়ায় সেদিকে নজর রাখা হবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সেনা মোতায়েন রাখার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ।

এই বৈঠকের পরেও আর একটি সামরিক স্তরের বৈঠক হবে বলে জানানো হয়েছে। অষ্টম দফার বৈঠকে ভারতের তরফে বৈঠকে প্রতিনিধিত্ব করেন কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পিজিকে মেনন। উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নবীন শ্রীবাস্তব।

এদিকে, পূর্ব লাদাখের প্যাংগং লেকের ধারে দুই দেশের সেনা অবস্থান নিয়েই সমস্যা। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত। চীনের সেনা সংখ্যাও প্রায় একই। শেষ ভারত-চীন বৈঠক হয় ১২ই অক্টোবর।

এরপরেই ভারতে আসেন মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র সচিব। তবে নিজেদের অবস্থান স্পষ্ট করে দেয় ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে যে ভারত চীনের সঙ্গে বৈঠকে বসছে না, তা জানিয়ে দেয় নয়াদিল্লি। এদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখান করে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, সামরিক ও কূটনৈতিক স্তরে চীনের সঙ্গে আলোচনা চলবে। কোনও তৃতীয় ব্যক্তি সেখানে হস্তক্ষেপ করবে না। সীমান্ত সমস্যা মেটানোর জন্য ভারত আলোচনা ও বৈঠকে বিশ্বাসী।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone