কাশ্মীরে সংঘর্ষকালে লস্কর সন্ত্রাসীর আত্মসমর্পণ
কাশ্মীরের পুলওয়ামা এলাকার পাম্পুর নামক স্থানে গত শুক্রবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষকালে লস্কর-ই-তৈয়বার সদস্য খাওয়ার সুলতান মীর আত্মসমর্পণ করেছেন। তার বাড়ি পাম্পুরের দ্রাংবলে।
মীর সুলতান বলেন, ‘নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ। তারা সুযোগ পেয়েও আমায় হত্যা করেনি।’ সুলতান মীর তার পথ অনুসরণ করার জন্য লস্করের সাথী ‘যোদ্ধাদের’ প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জঙ্গিদের সঙ্গে শামিল হয়েছিলাম ১ সেপ্টেম্বর। কাজ করতে করতে অনুভব করলাম, কাজটাই কলঙ্কময়। এভাবে মানুষের রক্তক্ষয় করে কিছুই অর্জন করা যায় না।’
এদিকে, শনিবার পাম্পুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সংঘর্ষে ২ জন লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসীর মৃত্যু ঘটে। বার্তা সংস্থা এএনআই জানায়, নিহত ২ জনই পাকিস্তানি নাগরিক। সুলতান মীর বলেন, ‘সেনাবাহিনীকে কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে বেঁচে থাকার সুযোগ দিয়েছে। ধরা দেওয়ার পর আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি।’
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার বলেন, চলতি বছর বিভিন্ন স্থানে সংঘর্ষকালে এই পর্যন্ত ৯ জন সন্ত্রাসী আত্মসমর্পণ করে। যারা আত্মসমর্পণ করছে তাদের সঙ্গে সদয় ব্যবহার সেনা ও পুলিশের ওপর আস্থা বাড়িয়ে দিচ্ছে।