অর্থসংকটে প্রীতি জিনতা!
বিনোদন ডেস্ক : মারাত্মক অর্থসংকটে পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। অর্থের অভাবে বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাড়ি বিক্রিতে সাহায্য করতে এরিমধ্যে প্রীতি তার ঘনিষ্ঠ বন্ধুদের আহ্বান জানিয়েছেন। বাড়ি বিক্রির টাকা দিয়ে ঋণ শোধ দেবেন তিনি।
গত কয়েক বছর ধরেই বান্দ্রার কোয়ান্টাম পার্কের অবস্থিত খার ফ্ল্যাটে বসবাস করছেন প্রীতি জিনতা। এবার সেই ফ্ল্যাটটিই বিক্রি করে দিচ্ছেন। বাড়ি বিক্রি করে প্রীতি ভাড়া বাড়িতে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রীতির প্রযোজিত প্রথম ছবি ‘ইশক ইন প্যারিস’ বক্স অফিসে ফ্লপ হওয়ার কারণে ব্যাপক ঋণের বোঝা জমেছে তার ওপর। ছবিটির চিত্রনাট্য লেখক আব্বাস টায়ারওয়ালা নিজের পারিশ্রমিক হিসেবে প্রীতির কাছ থেকে ১৮ লাখ ৯০ হাজার রুপির চেক পেয়েছিলেন। তবে চেকটি নিয়ে ব্যাংকে নিয়ে যাওয়ার পর দেখেন ব্যাংকে প্রীতির টাকা নেই। ফলে চেকটি ফেরত আসে।
এরপরই প্রীতির বিরুদ্ধে মামলা করেন আব্বাস। সেই মামলায় বোম্বে হাইকোর্ট প্রীতির বিরুদ্ধে জামিন অযোগ্য ওয়ারেন্টও জারি করেছে। বর্তমানে মামলাটির শুনানি চলছে। গ্রেফতার এড়াতেই এখন অর্থ পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি।