মিয়ানমারে সু চির দলের জয় দাবি
মিয়ানমারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। পরবর্তী সরকার গঠনের জন্য পার্লামেন্টের বেশির ভাগ আসনে তারা জয় পেয়েছে বলে সোমবার দাবি করে দলটি।
দেশটিতে এটি দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। ২০১১ সালে সেনাশাসনের কবল থেকে বেরিয়েছিল দেশটি।
স্থানীয় গণমাধ্যমগুলো আভাস দিয়েছে যে, বেসরকারি ফলাফলে এনএলডি এগিয়ে রয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সকে এনএলডির মুখপাত্র মিও নিন্ত বলেন, অভ্যন্তরীণ প্রতিবেদনে দেখা গেছে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্লামেন্টে ৩২২ আসনে জয় পেয়েছে। যদিও দেশটির নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি।
আমরা জনগণকে ধন্যবাদ জানাই। জনগণের জন্য, দলের জন্য এটি উৎসাহজনক নির্বাচনী ফল।
রবিবার অনুষ্ঠিত এ নির্বাচনকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির এনএলডি নেতৃত্বাধীন নব্য-গণতান্ত্রিক সরকারের প্রতি গণভোট হিসেবে দেখা হচ্ছে।