শওকত আলীর মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় সংসদের প্রাক্তন ডেপুটি স্পিকার আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার।
সোমবার শহীদ মিনারে শওকত আলীর মরদেহে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে জাতির এই কৃতী সন্তানের প্রতি শ্রদ্ধা নিবেদনে গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রপতির পক্ষে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব কর্নেল রাজু আহমেদ এবং প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রীর সরকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল রাজিব আহমেদ। স্পিকারের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উইং কমান্ডার সাঈদ মো. ওবায়দুল্লাহ।