ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্প
ফিলিপিন্সে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিনদানোতে এই ভূমিকম্প হয়। ইউরো-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইমএসসি) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমি থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে।
এদিকে আফটার শক হওয়ার পূর্বাভাস দিয়ে ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করেছে ফিলিপিন্সের সরকার।
Posted in: আর্ন্তজাতিক