পাকিস্তানি দূতকে ডেকে এনে ভারতের তীব্র প্রতিবাদ জ্ঞাপন
ভারতে দীপাবলি উৎসব চলার সময় জম্মু ও কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর বেশকিছু এলাকায় বিনা উসকানিতে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য এফেয়ার্সকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই প্রতিবাদ জানানো হয়। বার্তা সংস্থা এএনআই জানায়, নিয়ন্ত্রণরেখার বেশ কয়েকটি স্থানে ১৩ নভেম্বর পাকিস্তানি সেনারা হঠাৎ গোলা বর্ষণ শুরু করে। এতে চারজন বেসামরিক ভারতীয় মারা যায় এবং ১৯ জন আহত হয়।
ভারত বলেছে, পাকিস্তানি সেনারা দাওয়ার, কিরান, উরি ও নওগামসহ বেশ কয়েকটি স্থানে গোলাবর্ষণ করে। উৎসব চলার সময় বেসামরিক জনপদের ওপর এ ধরনের সমন্বিত গোলাবর্ষণের লক্ষ্য ছিল শান্তি বিঘিœত করা। এটা খুবই নিন্দনীয় একটি কাজ। হামলার সময় পাকিস্তানি সেনারা কামান, মর্টার ও ভারী অস্ত্র ব্যবহার করে। সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীদেরও ইসলামাবাদ মদদ দিচ্ছে বলে ভারত অভিযোগ করে। ‘অনুপ্রবেশ নিরাপদ’ করার উদ্দেশ্যে পাকিস্তানি গোলন্দাজরা ওসব সন্ত্রাসীকে ছত্রচ্ছায়া (কভার ফায়ারিং) দেওয়াসহ নানাবিধ সহযোগিতা দেয় বলেও ভারতের অভিযোগ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে ভারতে সন্ত্রাসী তৎপরতা চালানোর কাজে নিজের ভূখন্ড ব্যবহার করতে না দেওয়ার পাকিস্তানি অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।’