বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » গুগল-ফেসবুকের প্রভাব সীমাবদ্ধ করতে যুক্তরাজ্যে নতুন আইন

গুগল-ফেসবুকের প্রভাব সীমাবদ্ধ করতে যুক্তরাজ্যে নতুন আইন 

161532_bangladesh_pratidin_google-facebook (1)

গুগল ও ফেসবুকের প্রভাব সীমাবদ্ধ করতে নতুন আইন জারি করা হচ্ছে  যুক্তরাজ্যে। আগামী বছর থেকেই এই আইন কার্যকর হবে। এসব প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা অনলাইন দুনিয়ায় একতরফা প্রভাব কাটিয়ে ক্ষমতার অপব্যবহার করছে।

এক বিবৃতিতে দেশটির ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাওডেন বলেন, যুক্তরাজ্য ও অন্যান্য দেশ একটি বিষয়ে একমত যে, স্বল্প সংখ্যক প্রযুক্তি কোম্পানির আধিপত্য বিস্তারের মনোভাব এই খাতের প্রবৃদ্ধি কমানো, উদ্ভাবনের গতি হ্রাস এবং তাদের ওপর নির্ভরশীল লোকজন এবং ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নতুন যুগের বিকাশমান প্রযুক্তিকে মুক্ত ঘোষণা করার সময় এসেছে। নতুন আইনের কারণে সবচেয়ে শক্তিশালী সংস্থাগুলোর প্রতি কী ধরনের প্রত্যাশা রয়েছে তা পরিষ্কার হবে। ফলে বিভিন্ন প্রতিযোগী প্রতিষ্ঠান এবং ব্যবহারকারীদের মধ্যে যোগাযোগকে আরও গ্রহণযোগ্য করে তুলবে।

২০১৯ সালে দেশটিতে অনলাইনে বিজ্ঞাপন বাবদ ১৮ দশমিক ৭ বিলিয়ন ডলার ব্যয় হয় বলে জানিয়েছে  কম্পিটিশন অ্যান্ড মার্কেটস অথরিটি (সিএমএ)। এর মধ্যে ৮০ শতাংশ বিজ্ঞাপন ব্যয়ের বিষয়ে গুগল ও ফেসবুকের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে।

নতুন আইনের আওতায় গ্রাহকদের নিজেদের তথ্যের ওপর তাদের আরও বেশি নিয়ন্ত্রণ প্রদানের চেষ্টা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলো লাভবান হবে। সরকার বলছে, বড় বড় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো যেন গণমাধ্যমগুলোকে চাপ দিতে না পারে সেটা নিশ্চিত করা হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone