ভাসানচর নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: জাতিসংঘকে বাংলাদেশ
প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গার একটি দল নোয়াখালীর ভাসানচরে গিয়েছে গত শুক্রবার। এ বিষয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার দুশ্চিন্তা করার কিছু নেই বলে সংস্থাটিকে আশ্বাস দিয়েছে বাংলাদেশ।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দফতরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ম. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডিকে এ আশ্বাস দেন।
ভার্চুয়াল আলোচনায় তিনি জানান, কক্সবাজারে বিপুলসংখ্যক রোহিঙ্গার ঝুঁকিপূর্ণ অবস্থানের বিষয়টিকে বিবেচনায় নিয়ে সরকার নিজের টাকায় ভাসানচরে তাদের একাংশের উন্নত ও নিরাপদ জীবন আর জীবিকা নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে। আর কক্সবাজার থেকে রোহিঙ্গারা নিজের ইচ্ছায় ভাসানচরে গিয়েছেন।
এর আগে রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়ার খবর শুনে এক টুইটে উদ্বেগ প্রকাশ করেন ফিলিপ্পো গ্রান্ডি।