বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » টি-২০ অধিনায়ক মাশরাফি

টি-২০ অধিনায়ক মাশরাফি 

Mashrafee ai

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পেলেন মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক মুশফিকুর রহিমের ইনজুরির কারণে শনিবার তাকে এ দায়িত্ব দেয়া হয়। বিসিবি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ম্যাচ দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবারের টি-টোয়েন্টিতে নতুন মুখ মো. মিথুন ও সাব্বির রহমান।

ঘোষিত টি-টোয়েন্টি দলে থাকছেন যারা:

তামিম ইকবাল, এনামুল হক, শামসুর রহমান, মো. মিথুন, মুমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসাইন, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানী, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন ও আল আমিন।

মুশফিকের বাহাতের কনিষ্ট আঙ্গুলে ফাটল দেখা দেওয়ায় তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone