বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » আমেরিকার নতুন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা : ইরান

আমেরিকার নতুন সরকারের উচিত অতীতের ভুল সংশোধন করা : ইরান 

211100_bangladesh_pratidin_rohanni-pic

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উচিত অতীত ভুল সংশোধন করা এবং পরমাণু সমঝোতায় দেয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।

রুহানি বলেন, ইউরোপীয় দেশগুলোও পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতিগুলো ঠিকমতো মেনে চলেনি।

তিনি আরও বলেন, এটা নতুন কোনো পদক্ষেপ নয়। সমঝোতায় স্বাক্ষরকারী অন্য পক্ষ প্রতিশ্রুতি মেনে না চলার কারণে ইরানও তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে এটা করা হয়েছে। এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়।

করোনাভাইরাস মহামারির সময়ও ইরানি জনগণের সঙ্গে মার্কিন সরকারের অন্যায় আচরণের তীব্র সমালোচনা করেন রুহানি।

তিনি বলেন, আমেরিকার বর্তমান শাসক গোষ্ঠী করোনার মধ্যেও ইরানি জনগণকে কষ্ট দিয়েছে, নির্দয় আচরণ করেছে।

রুহানি আরও বলেন, আগামী ফার্সি বছরে দৈনিক ২৩ লাখ ব্যারেল জ্বালানি তেল বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছে সরকার। তবে নতুন বাজেটকে তেল বিক্রির অর্থের ওপর নির্ভরশীল করা হয়নি। তেল বিক্রি থেকে অর্জিত অর্থ ব্যয় করা হবে দেশের নানা ক্ষেত্রের উন্নয়নমূলক কাজে।

২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়ে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছেন। ইরানকে ওষুধ ও টিকা আমদানির ক্ষেত্রেও বাধা দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone