প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার গণভবনে গিয়ে দেখা করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
দুই দেশের ‘যুগান্তকারী সম্পর্ক’ বাস্তবায়িত করার জন্য ভারতের প্রধানমন্ত্রী ‘নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি ব্যক্ত করতে’ দোরাইস্বামী গণভবনে যান বলে ভারতীয় দূতাবাসের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে।
পেজে পোস্ট করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি যৌথ আত্মত্যাগ, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধা। এই সম্পর্ক পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং মানুষে মানুষে গভীর সংযোগ থেকে শক্তি অর্জন করেছে।’
দোরাইস্বামী ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশে আসার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সম্মেলন বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত সচিব পদে যোগ দেয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন তিনি। এরও আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন।