ঢাকায় ১৪ ডিসেম্বর থেকে এমিরেটসের ফ্লাইট বাড়ছে
যাত্রী চাহিদা মেটাতে ঢাকায় আবারও ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস। আগামী ১৪ ডিসেম্বর থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থা।
এয়ারলাইন্সটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্স ঢাকা থেকে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে।
নিরাপত্তা নিশ্চিত করে বিমান যাত্রায় যাত্রীদের আস্থা ফেরাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে এমিরেটস। যার মধ্যে রয়েছে কোভিড-১৯ কভারসহ ঝুঁকিপূর্ণ ভ্রমণ বীমা, সহজে টিকিট বুকিং, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
এমিরেটস বিনামূল্যে যাত্রীদের জন্য কোভিড-১৯ কভারসহ ঝুঁকিপূর্ণ ভ্রমণ বীমা করছে।