ট্রাম্প এখনও হার না মানলেও হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি স্ত্রীর
এখনও হার মানেননি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারও তিনি দাবি করেছেন, আগামী প্রশাসন ট্রাম্প প্রশাসনই হতে চলেছে। কিন্তু মেলানিয়া ট্রাম্প মোটেই এমনটা ভাবছেন না। সূত্র থেকে জানা যাচ্ছে, আমেরিকার ‘ফার্স্ট লেডি’ এবার ঘরে ফিরতে চান!
মেলানিয়ার ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, গত নভেম্বরে নির্বাচনের ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার পর থেকেই হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। প্রকাশ্যে অবশ্য স্বামীর দাবিগুলোকে সমর্থন জানিয়ে চলেছেন তিনি। কিন্তু ভেতরে ভেতরে ফ্লোরিডার বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।
বলা হচ্ছে, ইতিমধ্যেই নাকি মেলানিয়ার ব্যক্তিগত বহু জিনিসপত্র সেখানে পাঠানোও শুরু হয়েছে। এমনকী, ডোনাল্ড ট্রাম্প ও তার একমাত্র সন্তান ১৪ বছরের ব্যারনকে মেরিল্যান্ড থেকে সরিয়ে ফ্লোরিডার স্কুলে পাঠানোর পরিকল্পনাও করে ফেলেছেন মেলানিয়া।