বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ফাটাকেস্ট এখন রাজ্যসভার বিধায়ক

ফাটাকেস্ট এখন রাজ্যসভার বিধায়ক 

Mitun- ai

এইদেশ এইসময়, ডেস্ক : কলকাতা বাংলা সিনেমার সুপারহিট নায়ক ‘ফাটাকেস্ট’ খ্যাত মিঠুন চক্রবর্তী এবার রাজ্যসভার বিধায়ক হলেন। শুক্রবার পশ্চিমবঙ্গের বিধায়ক নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দল থেকে মনোনয়ন নিয়ে বিধায়ক হয়েছেন আরো তিনজন। পাঁচটি আসনের চারটিতেই জয় পেয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস। আর একটি আসন গেছে বামদের দখলে।

মিঠুন চক্রবর্তী ছাড়াও তৃণমূলের জয়ী প্রার্থী হলেন, যোগেন চৌধুরী, কেডি সিং ও আহমদ হাসান ইমরান। বামেদের পক্ষে বিজয়ী হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ ৫৭টি ভোট পেয়েছেন ঋতব্রত। ৫০টি ভোট পেয়েছেন তৃণমূলের যোগেন চৌধুরী। মিঠুন চক্রবর্তী ৪৯টি, কে ডি সিং ৪৮টি এবং আহমদ হাসান ইমরান ৪৭টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। মালিয়াবাদি পরাজিত প্রার্থী পেয়েছেন ৩৭টি ভোট।

শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অনুষ্ঠিত নির্বাচনে ২৮৮টি বৈধ ভোট পড়ে। দু’টি ভোট বাতিল হয়েছে। ক্রসভোটিংয়ে তিন বামপন্থী সদস্য তৃণমূলে এবং দুই কংগ্রেস সদস্য তৃণমূলের প্রার্থীকে ভোট দেন। তৃণমূলের শিখা মিত্র কংগ্রেসে ভোট দেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone