‘ইরাকি সংগঠনকে আমেরিকা কালোতালিকাভুক্ত করলে কিছুই আসে যায় না’
ইরাকি সংগঠনকে কালোতালিকাভুক্ত করার পরিকল্পনা করেছে আমেরিকা। মার্কিন এ পরিকল্পনার নিন্দা করে সংগঠনের মুখপাত্র কুসে আল-আনবারি বলেছেন, ইসরায়েলকে রক্ষার জন্য ওয়াশিংটন তার সংগঠনকে সন্ত্রাসী হিসেবে কালোতালিকাভুক্ত করার চেষ্টা করছে।
তিনি বলেন, “বাদ্র সংগঠনকে আমেরিকা কালো তালিকাভুক্ত করলে তাতে আমাদের কিছু আসে যায় না। বাদ্র হচ্ছে এমন একটি সংগঠন যার নিজস্ব সমর্থক ও ইনস্টিটিউশন রয়েছে। এ সংগঠনের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব রয়েছে এবং ফাতাহ জোটে ৫০ জনের বেশি সংসদ সদস্য রয়েছেন।”
কুসে আল-আনবারি আরো বলেন, “বাদ্র সংগঠন হচ্ছে ইরাকের রাজনৈতিক ব্যবস্থা এবং জনগণের একটি অংশ। আমেরিকার শয়তানি ষড়যন্ত্র এর ওপর কোনো প্রভাব ফেলতে পারবে না। সবাই জানে ইহুদিবাদী ইসরাইলকে রক্ষা করার জন্য আমেরিকা কাজ করছে। প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে ওয়াশিংটন লড়াই করছে যাতে এসব সংগঠন ফিলিস্তিনি জনগণ এবং আরব বিশ্বকে রক্ষা করতে না পারে।”
ওয়াশিংটন ফ্রি বিকন নামে একটি পত্রিকা সম্প্রতি এক রিপোর্টে জানিয়েছে যে, বাদ্র সংগঠনকে কালো তালিকাভুক্ত করার জন্য মার্কিন কংগ্রেস একটি বিল পাসের চেষ্টা করছে।