সশস্ত্র সংগ্রামই ইসরাইলের সঙ্গে লড়াইয়ের একমাত্র পথ: হামাস
সশস্ত্র সংগ্রামই ইসরাইলকে মোকাবেলার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা নাসিম ইয়াসিন। একই সঙ্গে তিনি ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টির নিন্দা করেন।
হামাস প্রতিষ্ঠার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হামাস নেতা নাসিম ইয়াসিন আরও বলেন, তার সংগঠন এমন সময় ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে যখন ফিলিস্তিনি ইস্যু নানামুখী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সময় পার করছে। পাশাপাশি করোনাভাইরাসের মহামারি রয়েছে যা ইহুদিবাদী ইসরাইলের অবরোধের কারণে গাজাবাসীকে বাড়তি সংকটের মুখে ফেলেছে।