বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কানাডার

ইরানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ কানাডার 

134150_bangladesh_pratidin_Cap

ইরানের সেনাবাহিনীর গোলায় ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা তদন্তে দেশটি কোনো ধরনের সহযোগীতা করছে না বলে অভিযোগ করেছে কানাডা। আজ মঙ্গলবার কানাডার তদন্ত কমিটি ৭৯ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট দেশটির কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছে।

আরব নিউজের প্রকাশিত খবরে বলা হয়েছে, আমেরিকার সাথে উত্তেজনায় ইরান ওই বিমানে গোলা নিক্ষেপ করে। এতে বিমানের সব যাত্রী নিহত হন। এই ঘটনার তদন্তে ইরান সহযোগীতা করছে বলে কানাযার তদন্ত কমিটি অভিযোগ করেছে।

ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানটি তেহরান থেকে কিয়েভ যাচ্ছিল। শত্রুপক্ষের বিমান মনে করে ভুলবশত ওই যাত্রীবাহী বিমানটিতে হামলা করা বলে দু:খ প্রকাশ করে ইরানের রেভল্যুশনারি গার্ড।

বিমানটির বেশিরভাগ যাত্রী ছিল কানাডার। এ জন্য ইরান ছাড়াও কানাডা আলাদাভাবে বিমান বিধ্বংসের ঘটনা তদন্তে নামে। সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

কানাডার সাবেক মন্ত্রী পরিষদের সদস্য রালফ গুডেল বলেন, তদন্ত রিপোর্টে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। ইরান এসব তথ্য না দেয়ায় তদন্ত রিপোর্টে সব কিছু উঠে আসেনি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone