বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Friday, January 10, 2025
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ৭৭ শতাংশ পাকিস্তানিই মনে করছেন দেশ চলেছে ভুল পথে

৭৭ শতাংশ পাকিস্তানিই মনে করছেন দেশ চলেছে ভুল পথে 

165903_bangladesh_pratidin_imran-khann

কোন পথে চলছে পাকিস্তান? গোটা বিশ্বে এমনিতেই সন্ত্রাসের আশ্রয়দাতা হিসেবে কোণঠাসা ইমরান খানের দেশ। জঙ্গি গোষ্ঠীগুলোকে আর্থিক মদদ দেয়ার অভিযোগে ঢুকতে হয়েছে এফএটিএফের ধূসর তালিকায়। এবার জানা যাচ্ছে, দেশের অধিকাংশ মানুষও মনে করছেন, পাকিস্তান চলছে একদম ভুল পথে। সাম্প্রতিক এক সমীক্ষায় এমন চিত্রই ওঠে এলো।

গবেষণা সংস্থা আইপিএসওস মঙ্গলবার প্রকাশ করেছে এই সমীক্ষার রিপোর্ট। গবেষণায় দেখা যাচ্ছে, ৭৭ শতাংশ পাকিস্তানিই মনে করছেন দেশ চলেছে ভুল পথে। মাত্র ২৩ শতাংশ মানুষের অবশ্য এখনো বিশ্বাস অটুট রয়েছে দেশের প্রশাসনের প্রতি। তারা মনে করছেন, কোনো সমস্যা নেই। দেশ একদম ঠিকঠাকই এগোচ্ছে। গত ১ থেকে ৬ ডিসেম্বর এক হাজারেরও বেশি মানুষের ওপর ওই সমীক্ষা চালানো হয়েছে। অবশ্য রাতারাতি যে পাকিস্তানি নাগরিকরা দেশের ভবিষ্যৎ নিয়ে এতটা হতাশ হয়ে পড়েছেন তা নয়।

গত বছরও এমন সমীক্ষা হয়েছিল। তখনো দেখা গিয়েছিল ৭৯ শতাংশ মানুষই মনে করছেন, দেশ ঠিক পথে চলছে না। অর্থাৎ দীর্ঘদিন ধরেই দেশের প্রশাসনের ওপর ক্ষোভ বাড়ছে পাকিস্তানের সাধারণ মানুষদের। দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে খুবই খারাপ তা মনে করছেন ৩৬ শতাংশ মানুষ। ৫১ শতাংশ অবশ্য এখনো সংশয়ে। তারা দেশের অর্থনীতি নিয়ে কোনো মতই দিতে পারেননি। যদিও সমীক্ষা থেকে দেখা গেছে, ইমরানের দেশের সব প্রদেশেই তীব্র সংকটে অর্থনীতি।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone